শাশুড়ি হারানোর শোক নিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলবেন মালিঙ্গা

ব্রিস্টলে বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার ম্যাচ শুরু হতে আর মাত্র দুই ঘন্টার মতো বাকি। শেষ চারে উঠতে হলে আজ বেঙ্গল টাইগারদের বিপক্ষে জিততেই হবে লঙ্কান টাইগারদের। আর এর মধ্যেই কিনা দু:সংবাদ পেলেন দলটির প্রধান বোলিং স্তম্ভ লাসিথ মালিঙ্গা। লংকান এই পেসারের শাশুড়ি ইন্তেকাল করেছেন। আজ দুপুর একটায় শ্রীলংকা জাতীয় দলের অফিসিয়াল টুইটারে এই তথ্য জানানো হয়েছে।

শ্রীলংকা দলের অফিসিয়াল টুইটারে জানানো হয়েছে, ‘শাশুড়ি মৃত্যুবরণ করায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরবেন লাসিথ মালিঙ্গা। ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ম্যাচে দলের সাথে যোগ দিতে পারেন তিনি।’

এদিকে আঙুলের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে থাকছেন না লঙ্কান পেসার নুয়ান প্রদীপ। অনুশীলনে নেটে কুশল পেরেরাকে বল করার সময় ডান হাতে মারাত্মক চোট পান তিনি। আফগানদের বিপক্ষে ৩১ রানে চারটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন প্রদীপ। এই পেসার না খেলায় এমনিতেই কিছুটা ব্যাকফুটে রয়েছে শ্রীলংকা। আর এমন সময় মালিঙ্গার এমন দু:সময় দলটিকে আরো পেছনে ফেলে দেবে কিনা তা ম্যাচ শেষেই জানা যাবে।