যশোর শহরে ছুরিকাঘাতে ফেরদৌস (২০) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের সন্যাসী দিঘিরপাড় এলাকার আমবাগানে তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।
নিহত ফেরদৌস যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার আজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মৎস্যখামারে কাজ করতেন।
নিহতের বন্ধু সুজন ও অন্তু জানান, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যশোর শহরের হাজারিগেট সন্যাসী দিঘিরপাড় এলাকার আমবাগানে একটি মেয়েলি ঘটনায় সাব্বির নামে এক যুবকের সাথে ফেরদৌসের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সাব্বির ও তার পাঁচ সহযোগী ফেরদৌসকে মারপিট এবং তার মলদ্বারের দুই স্থানে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদুজ্জামান আজাদ বলেন, পায়ুপথের পাশে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অপূর্ব হাসান জানান, ঘটনা শুনে প্রথমে হাসপাতাল এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েলি ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানাগেছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযানে রয়েছে।