যশোরে ওজোপাডিকো পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

যশোরে ওজোপাডিকো পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন হয়েছে। পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে শুক্রবার সকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিঃ যশোরের সভাকক্ষে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দিন ওজোপাডিকো যশোরের পরিচালন ও সঞ্চালন সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী শহিদুল আলমের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন।

ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দিন বলেন, পরিচ্ছন্নতা সপ্তাহ সাত দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সরাবছরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্ব স্ব দফতর নিজ দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে।

পরবর্তীতে ওজোপাডিকো যশোরের পরিচালন ও সঞ্চালন সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী শহিদুল আলম অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের স্ব স্ব দফতর পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ নিজেদেরকেও সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এছাড়া গ্রহকদের সেবার মান বাড়ানোর জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওজোপাডিকো যশোরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী জাহান-ই-শবনম, ওজোপাডিকো যশোরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ওজোপাডিকো যশোরের আঞ্চলিক মেরামত কারখানার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ওজোপাডিকো পরিচ্ছন্নতা সপ্তাহ ১৪ জুন থেকে শুরু হয়ে চলবে ২০ জুন পর্যন্ত।