যশোরের রুপদিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরে সুমনা বিশ্বাস (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার রুপদিয়া জেলেপাড়ার অনুপ বিশ্বাসের স্ত্রী।

মৃতের স্বামী অনুপ বিশ্বাস জানিয়েছেন, শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তিনি নদীতে যান মাছ ধরতে। সকাল ১০ দিকে বাড়িতে ফিরে দেখেন স্ত্রীর লাশ ঘরের আড়ার সাথে ঝুলছে। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর সঠিক কারন পরিষ্কার নয় মৃতের পরিবার।