জেইউজে’র আলোচনা সভায় সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি

সংবাদপত্র শিল্পের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব যশোরের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সাবেক সাধারন সম্পাদক তৌহিদ জামান, এম আইউব ও সাইফুর রহমান সাইফ, জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন অমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সহ-সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস এবং প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারন সম্পাদক আকরামুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ পরিস্থিতি এমন আকার ধারন করেছে তাতে আমাদের সংবাদ পত্রের কালো দিবস প্রত্যেক দিন পালন করা উচিত। সাংবাদিকদের কোন বাক স্বাধীনতা নেই। পুলিশ যে প্রেস বিজ্ঞপ্তি দেয় তা হু বহু ছাপাতে বাধ্য করা হচ্ছে। এর দ্বারা প্রামাণিত হয় বর্তমানে কালো দিবসের ভয়বহতা কতটা বেড়েছে। এর বিরুদ্ধে আমাদের সবারই স্বেচ্ছার হতে হবে। বন্ধ মিডিয়া খুলে দিতে হবে। ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন ও বোনাস প্রদান এবং সাংবাদিক নির্যাতন বন্ধ করে সাংবাদিকদের প্রাপ্ত সম্মান ফিরিয়ে দিতে হবে।