যশোরের পৃথক স্থান থেকে রহস্যজনক দুটি লাশ উদ্ধার

যশোরের পৃথক স্থান থেকে রহস্যজনক দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একটি জেলার মণিরামপুর ও অপরটি বাঘারপাড়া উপজেলা থেকে।

পুলিশ জানায়, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া তেলিকুড় গ্রাম থেকে কনিকা চক্রবর্তী নামে এক বধুর ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে। সন্দেহ থাকায় লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। পোস্টমটের পরেই হত্যা না আত্মহত্যা নির্ণয় করে মামলা নেওয়া হবে।
কনিকার ভাই অসিম জানান, আমার বোনকে নিযার্তন করে হত্যা করা হয়েছে হয়েছে। কনিকা চক্রবর্তী তেলিকুড় গ্রামের কাত্তিক চক্রবর্তী স্ত্রী।

অপরদিকে জেলার বাঘারপাড়া উপজেলার খোলসী গ্রাম থেকে চুমকি নামে এক কলেজ ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাঘারপাড়া থানা পুলিশ জানান, সকালে এলাকাবাসী খবরের ভিত্তিতে ঘটনা স্থলে পৌছে চুমকি নামের কলেজ ছাত্রীর নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করি। শরীরে দাগ থাকায় সন্দেহ হয়। এজন্য লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পরেই হত্যা না আত্মহত্যা জানা যাবে। আজ মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতালে সম্পন্ন হয়েছে।