যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী নামক স্থানে গ্রিন লাইন পরিবহনের ঢাকা গামী একটি পরিবহনের চাপায় বেনাপোলের ট্রান্সপোর্ট ব্যবসায়ী নেতা শাহদাত হোসেন নেদা নিহত হয়েছে।
শাহাদত হোসেন নেদা বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নেদু বেনাপোলের আমড়াখালী নামক স্থানে একটি বাইপাস সড়ক থেকে প্রধান সড়কে মোটরসাইকেল যোগে উঠার সময় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীন লাইনের ( ঢাকা মেট্রো-ব-১১-৩৪৫০) একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে নেদু ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
বেনাপোল পোর্ট থানার এ এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, গ্রীন লাইন পরিবহনের একটি বাস আটক করা হয়েছে।