যশোরে স্মার্টফোন কিনে দিতে অস্বীকার করায় সাবিকুন নাহার ইন্নি (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের আনারুল ইসলামের মেয়ে ও নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তবে বর্তমান তারা শহরতলী ধর্মতলা কারবালা এলাকায় থাকেন।
মৃতের পিতা আনারুল জানিয়েছেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে একটি স্মার্টফোনের বাহানা করে আসছিলো। মঙ্গলবার দুপুর আড়াই টায় ইন্নি স্কুল থেকে বাড়ি ফিরে জানায় ফোন কিনে না দিয়ে পর্যন্ত সে বাড়িতে ভাত খাবেনা। এক পর্যায় তার পিতা তাকে বকাঝকা করে। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে পরিবারের সদস্যদের উপর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইন্নি। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে কোতোয়ালী থানার এসআই পলাশ বিশ্বাস তার রাত সাড়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এসআই পলাশ বিশ্বাস জানিয়েছেন, মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।