যশোরে ড্রামের ভিতর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

যশোরে ড্রামের ভিতর থেকে সিনবাদ মোল্যা নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরতলী খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত সিনবাদ মোল্যা শহরের পুরাতন কসবা মানিকতলা এলাকার আব্দুর রহমান মোল্যার ছেলে। সিনবাদ পালবাড়ী মোড়ের একটি হোটেলে কাজ করতো।

আরোও পড়ুন-> যশোরে ড্রামের ভিতর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতয়ালী মডেল থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাজীর বাজারের সেতু গ্যারেজের সামনে থেকে অর্ধ গলিত লাশটি উদ্ধার করা হয়। তার গলায় রশি জড়ানো ছিল। বছর পঁচিশের ওই যুবকের হাতে ট্যাটু ও কানে দুল রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।