ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারদন্ড

ঝিনাইদহের মহেশপুর থানায় মাদক মামলার আসামী আনিছুর রহমান ওরফে চেয়ারকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক এম, জি, আযম এ রায় প্রদান করেন।

আসামী আনিছুর রহমান জেলার মহেশপুর উপজেলার মকর ধজপুর গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০১২ সালের ৩ জুন রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম হইতে ফেন্সিডিল নিয়ে আসামী তার বাড়ি মকর ধজপুর যাচ্ছে। আসামী আনিছুর রহমানের বাড়ির সামনে থেকে তার শরীর তল্লাশি করে ২৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১২ সালের ৪ জুন মহেশপুর থানায় মামলা দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারক দীর্ঘ শুনানী শেষে আসামী আনিছুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।