ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারস্থ ৭ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে দুস্থদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৮ টায় এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ইউনিয়ন পরিষদের সচিব ওয়ারিজুর রহমান, সাংবাদিক বসির আহাম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মহারাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক সন্জয় কুমার মূখার্জী, ইউনিয়ন পষিদের মেম্বর আলহাজ্ব জালাল উদ্দিন, শাহ আলম, সোলাইমান সরকার, এরশাদ আলী, এস এম নাইমূর রহমান রাজীব, আহাম্মদ আলী, সেলিম হোসেন, মহিলা মেম্বর শাবানা বেগম, নুরুন্নাহার, হালিমা খাতুনসহ সকল মেম্বরগণ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া ২৩’শত ৪৭ জন দুস্থদের মাঝে ১৫ কেজি করে ৩৫.২০৫ মেট্রিক টন চাল বিতরণ করেন।