বিমানবন্দরের পর সৌদির সামরিক ঘাঁটিতে হুতির হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। রিয়াদে বিমানবন্দরে ব্যালাস্টিক মিসাইল হামলার একদিন পরে সোমাবার এ হামলার দাবি করা হয়। খবর আল-জাজিরার।

হুতির মুখপাত্র জানায়, একটি সশস্ত্র সামরিক ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়।

তবে এ হামলা বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। হুতি বিদ্রোহীরা সৌদি আরবের নেতৃত্বে চার বছরেরও বেশি বিধ্বংসী সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াই করে আসছে।

এর আগে রোববার হুতিরা ১০বিএডিআর-১ মডেলেরর ব্যালিস্টিক মিসাইল দিয়ে সৌদি আরবের জিজান বিমানবন্দরে হামলা করেছিল।

মিসাইল হামলায় কয়েকডজন লোক নিহতের দাবি করে হুতি বিদ্রাহীরা। তবে সৌদি জোট বলছে, অন্তত ছয়টি মিসাইল প্রতিরোধ ও ধ্বংস করা হয়েছে।