যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ পিতা-মাতা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৃদ্ধ পিতা আব্দুর রশীদ।
লিখিত বক্তব্যে আব্দুর রশীদ বলেন, মঙ্গলবার যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা মারফত তিনি জানতে পারেন তার ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) বিভিন্ন প্রকার মিথ্যাচার করে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে নৌকার পক্ষে কাজ করে গ্রাম ছাড়া তার ছেলে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক। এছাড়া তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। যা আদৌও সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য পরিবেশণ করে তার ভাইপো যুবলীগ নেতা শুকুর আলী (৩৫) কে ফাঁসাতে একটি কুচক্রীমহল দ্বারা প্রভাবিত হয়ে সোমবার যশোর প্রেসক্লাবে তার ছেলে আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মিথ্যাচার করেছে।
তিনি বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে, আব্দুর রাজ্জাক আমাকে (আব্দুর রশীদ) ও আমার স্ত্রী জরিনা বেগমকে বিভিন্ন সময় মারপিট করে। এছাড়া ছেলে কখনো তাদের ভোরন-পোষন দেয় না। এসব ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ আগষ্ট আমার ছেলে আব্দুর রাজ্জাক ওর মা (আমার স্ত্রী) জরিনা বেগমকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে আমার ভাইপো শুকুর আলী ঠেকাতে যায়। এসময় আব্দুর রাজ্জাক শুকুর আলীর উপর চড়াও হয়। এরই এক পর্যায়ে আমার ভাইপো শুকুর আলী রাজ্জাককে ২/১ টি চড় থাপ্পড় মারে।
এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক যশোর প্রেসক্লাবে মিথ্যা সংবাদ সম্মেলণ করেছে। যা সত্য নয়। সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করা হয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ছেলে আব্দুর রাজ্জাকের করা উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং লিখিত প্রমানাদির ভিত্তিতে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আব্দুর রশীদের স্ত্রী জরিনা বেগম, ভাইপো আমিনুর রহমান, শহিদুল ইসলাম, তাইজেল হোসেন, শুকুর আলী, সিরাজুল ইসলাম, মামুনুর রশীদ, হাসানুজ্জামান, প্রতিবেশি আবুল কাশেম, গোলাম সরোয়ার, পানিসারা ইউপি চেয়ারম্যানের পুত্র লাবু, ইউপি সদস্য কবির হোসেন (১), কবির হোসেন (২), সেলিম হোসেন প্রমূখ।