বেনাপোলে ৬ হাজার ৪শ’ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩৫ লাখ টাকা মুল্যের ৬ হাজার ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে মাদক আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোলের বালুন্ডা গ্রাম থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা দক্ষিনপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে হাসান আলী ও তার স্ত্রী তানজীলা খাতুন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারোপোতা গ্রামে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল লতিফের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৬ হাজার ৪ শত পিচ ইয়াবাসহ হাসান ও তার স্ত্রী তানজীলাকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃতদের নামে মাদক মামলা দিয়ে যশোর আদালতে চালান দেওয়া হয়েছে বলে তিনি জানান। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৩৫ লাখ টাকা বলে তিনি জানান।