প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের অব্যবস্থাপনার কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
তিনি বলেছেন, মোদি সরকারের সার্বিক অব্যবস্থানার জন্য ভারত দীর্ঘস্থায়ী একটি অর্থনৈতিক মন্দায় রয়েছে।
জাতীয় প্রবৃদ্ধির উল্লেখ করে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা বলেন, দেশে যে অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে তাতে আমরা দীর্ঘায়িত মন্দার মধ্যে আছি। তিনি ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে ‘গভীরতর উদ্বেগের’ বলে আখ্যায়িত করেন। বার্তা সংস্থা এএনআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
মনমোহন সিং বলেছেন, এ বছরের গত চতুর্ভাগের জিডিপি শতকরা ৫ ভাগ। এটা এমনই ইঙ্গিত দিচ্ছে যে, আমরা দীর্ঘস্থায়ী মন্দার মধ্যে অবস্থান করছি। তার মতে, আরো দ্রুতগতিতে প্রবৃদ্ধি অর্জনের সক্ষমতা আছে ভারতের। তবে, মোদি সরকারের সার্বিক অব্যবস্থাপনার কারণে এই মন্দা সৃষ্টি হয়েছে।
সাবেক এই প্রধানমন্ত্রী উৎপাদনখাতের বর্তমান অবস্থা সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন। তিনি এ পরিস্থিতিকে পীড়াদায়ক বলে আখ্যায়িত করেন। মনমোহন সিং বলেন, কলখারখানা বা উৎপাদন খাতে প্রবৃদ্ধি ভগ্নদশায় শতকরা ০.৬ ভাগে। এটা বিশেষ করে হতাশার।
কংগ্রেসের এই নেতা মোদি সরকারের আরো সমালোচনা করেন। তিনি বলেন, নোট বাতিলকরণ, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) বর্তমান অবস্থা সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছে। তার ভাষায়, এটা এখন পরিষ্কার যে, মানবসৃষ্ট নোট বাতিলকরণ ও দ্রুততার সঙ্গে জিএসটি বাস্তবায়নের মতো সাংঘাতিক রকম ভুল থেকে আমাদের অর্থনীতি এখনও পুনরুদ্ধার হয়নি।
উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে ভারতের জাতীয় প্রবৃদ্ধি বা জিডিপি গত সাত বছরের মধ্যে সর্বনিন্ম শতকরা ৫ ভাগে এসেছে। এ অবস্থায় বর্তমান সরকারকে টার্গেট করে এর আগের দিন কড়া সমালোচনার তীর দাগেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা প্রিয়াংকা গান্ধী ভদ্র।
জিডিপির হার কমে যাওয়ায় তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন। বলেন, এই সরকার ‘আচ্ছে দিন’ প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের সেই ‘আচ্ছে দিন’ অর্থনীতিকে ‘পাংচার’ করে দিয়েছে। প্রিয়াংকা গান্ধী আরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে জিডিপি অথবা রুপি কেনোটিই শক্তিশালী হয় নি। কর্মসংস্থান হারিয়ে গেছে। প্রিয়াংকার এ সমলোচনার একদিন পরেই মোদি সরকারকে ঘায়েল করলেন মনমোহন সিং।