ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহীর মৃত্যু

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আয়ুব হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার বাইসা নাভারণ এলাকার মৃত ইমান আলীর ছেলে।

পুলিশ জানিয়েছেন, শনিবার সকালে আয়ুব হোসেন হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বাজারে আসছিলেন। পথিমেধ্য বানায়ালী বাজার নামকস্থানে পৌঁছালে বিপরীত মুখি যাত্রীবাহি বাস তাকে ধাক্কাদেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে নিচে পড়ে গুরুতর অহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিন টায় তার মৃত্যু হয়।