যশোরে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

যশোর সদর উপজেলার নওদাগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উত্তোলনে ব্যবহৃত উপকরণ ধ্বংস করে দেয়া হয়েছে।

পেশকার শেখ জালাল উদ্দীন জানান, কাশিমপুর ইউনিয়নের নওদাগ্রামের সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম নিজ জমি থেকে বালু উত্তোলন করার কারণে স্থানীয়দের আশেপাশের জমি হুমকির মুখে পড়েছে। এ খবর পেয়ে রোববার বিকেল পৌনে ৪ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় আদালত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেন। একই সাথে বালু উত্তোলন কাজে ব্যবহৃত উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া ভবিষ্যতে আর যাতে বালু উত্তোলন না করেন সে জন্য শরিফুল ইসলামের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে সতর্ক করে দিয়েছেন আদালত। অভিযানকালে কাশিমপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা কাজী ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।