হতাশ ইমরান খান

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় ভারতের বিপক্ষে অবস্থান নিতে বিশ্বব্যাপী দৌড়ঝাঁপ শুরু করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেননি। এনিয়ে হতাশ পাক এই প্রধানমন্ত্রী।

কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকীকরণের চেষ্টায় পাকিস্তান ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন ইমরান খান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্তরের প্রতি হতাশ’।

তিনি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হতাশ … মোদির উপরে এখনও কোন চাপ নেই।

তবে ইমরান খান আরো বলেন, আমরা চাপ অব্যাহত রাখব। এসময় সংবাদ সম্মেলন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মালেহা লোধি উপস্থিত ছিলেন।

বর্তমানে জাতিসংঘের সাধারণ অংশগ্রহণের জন্য নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি এবং ইমরান খান। দুই প্রধানমন্ত্রীই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন যে ভারত ও পাকিস্তান যদি চায় তাহলে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে ইচ্ছুক তিনি।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। দেশ দুইটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তথ্যসূত্র: এনডিটিভি।