যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

ফাইল ছবি

মাদক মামলায় আবু সাঈদ নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদান্ডের আদেশ দিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা জজের (দ্বিতীয় আদালত) বিচারক আয়শা নাসরীন। বুধবার বিচারক এ আদেশ দেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ৭ জুলাই সন্ধ্যায় শার্শা থানার পুলিশ উপজেলা মসজিদের সামনে থেকে বাকু সাঈদকে আটক করে। এসময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৬টি পলিথিন থেকে ৬ শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন আবু সাঈদের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আবু সাঈদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই দিবাকর মালাকর।

মামলায় স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আবু সাঈদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। দন্ডিত আবু সাঈদ কারাগারে আটক আছে।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন অতিরিক্ত পিপি নজরুল ইসলাম বকুল।