জুলাই বিপ্লব দিয়েছে বাক ও লিখনীর স্বাধীনতা

জুলাই বিপ্লব দিয়েছে বাক ও লিখনীর স্বাধীনতা
জুলাই বিপ্লব দিয়েছে বাক ও লিখনীর স্বাধীনতা

‘জুলাই বিপ্লব দেশের মানুষের কথা বলা ও লেখার অধিকার ফিরিয়ে দিয়েছে। এখন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধে নিজেদের মতামত প্রকাশ করতে পারছেন। গুম ও গায়েবি মামলার মতো ভয়ংকর অপরাধ বর্তমানে আর নেই,’ রোববার (১১ মে) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের জেলা শাখার প্রস্তাবিত সভাপতি মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। এছাড়াও কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও হৃদয়ে পতাকা ২ মার্চের সভাপতি কবি সাহানা ইসলাম, লায়ন বিথি কনীকা, আহসান হাবীব, মনিরা খাতুন, রমেল পারভেজ প্রান্ত, মুস্তাফিজুর রহমান, চঞ্চল হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান লিটন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ঝিনাইদহ জেলায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।

আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।