যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পৌর এলাকার দিঘিরপাড় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন উদ্দিনের ছেলে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বায়জিদ বোস্তামি জানান, বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহী ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী ইসমাইল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান জানান, বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে তারা নাভারন হাসপাতাল ও ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের চিকিৎসক নিজাম উদ্দিন নিশ্চিত করেছেন যে সড়ক দুর্ঘটনায় আহত ইসমাইলকে হাসপাতালে আনা হয়েছিল এবং পরীক্ষা করে তাকে মৃত পাওয়া গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে বেনাপোলের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ধান বোঝাই ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।