পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজনের পরামর্শ

নিরাপত্তা শঙ্কায় স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ভারতের সঙ্গে সংঘাতের একপর্যায়ে ক্রিকেটার, স্টাফ, দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও শুরুতে পিএসএলের বাকি অংশ পাকিস্তান থেকে সরিয়ে আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত জানায় তারা। পরে অবশ্য টুর্নামেন্টটি পুরোপুরিভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত।

পিএসএলে লিগ পর্বের চারটি এবং প্লে-অফ পর্ব ও ফাইনাল মিলিয়ে আটটি ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচগুলো বাংলাদেশে আয়োজনের জন্য পিসিবিকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

তিনি বলেন, ‘যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে।’

যদিও গত শনিবার (১০ মে) থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তাই অনেকেই দ্রুত নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় রয়েছেন। তবে নিরাপত্তা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হলেও পিএসএলের বাকি অংশ পাকিস্তানের আয়োজনের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত ৮ মে পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন বিস্ফোরণ হয়। তাৎক্ষণিকভাবেই স্থগিত হয়ে যায় সেদিনের পূর্বনির্ধারিত পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। পরদিন স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট।

নতুন করে ফের পিএসএল মাঠে গড়ানোর লক্ষ্যে ৬ ফ্র্যাঞ্চাইজিকেই বিদেশি ক্রিকেটারদের দুবাই এবং স্থানীয় ক্রিকেটারদের দেশে প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।