সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত দেহরক্ষীর নাম মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘাম।
ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার সকালে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানায়, জেদ্দায় তাকে গুলি করে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। খবর রয়টার্সের।
তবে গণমাধ্যম সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিরোধের জেরে ফাঘামকে হত্যা করা হয়েছে।
মেজর জেনারেল আল ফাঘাম সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ-এর খুবই বিশ্বস্ত দেহরক্ষী ছিলেন। শনিবার জেদ্দায় নিজের বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন ফাঘাম। সেখানেই তাকে গুলি করে হত্যা করে এক দুর্বৃত্ত।
তবে সৌদি প্রেস এজেন্সি বলছে, শনিবার জেদ্দায় ফয়সাল বিন আবদুল আজিজ আল ইসবাতি নামক এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেখানে আল ফাঘামের সঙ্গে মামদুহ বিন মিশাল আল-আলী নামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মামদুহ একজন ভাড়াটে অস্ত্রধারীকে নিয়ে আসেন। মামদুহের নির্দেশে ওই অস্ত্রধারী ব্যক্তি আল ফাঘামকে গুলি করে।
তাকে আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।