মুজিব কোট পরলেই বঙ্গবন্ধুর সৈনিক হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, পাবনা জেলা শাখার সম্মেলন উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় পাবনার শহীদ মিনার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ফজলে হোসেন বাদশা এমপি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সৈনিক হতে হলে তার আদর্শকে ধারণ করতে হবে।
ফজলে হোসেন বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি বাংলাদেশকে বৈষম্যহীন একটি দেশ, সমতাভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন-গণতন্ত্রী পার্টি পাবনা জেলা শাখার সভাপতি কমরেড সুলতান আহম্মেদ বুড়ো, ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক রেজাউল করিম মনি, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নাসির চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের ও দলের নিহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে দলের নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়। ঘণ্টাব্যাপী চলা প্রথম অধিবেশন বেলা সাড়ে ১২টায় শেষ হয়।
পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত প্রথম অধিবেশন শেষে দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুলের অডিটরিয়ামে দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৩টা থেকে।