যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। রবিবার রাতে তাকে কোতয়ালি থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান, এসআই ইকবাল হোসেন ও অপরিচিত এক ব্যক্তি এক সাথে যশোর উপশহর বাবলাতলা এলাকার পিয়ালে গাড়ি সার্ভিসিং গ্যারেজে জুয়া খেলা ও ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়। বিষয়টি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ জানতে পেরে আমিরুজ্জামানকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ‘এই ঘটনায় ইতিমধ্যে এসআই আমিরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। আর এসআই ইকবাল কয়েক মাস আগেই এই থানা থেকে অন্যত্র বদলি হয়ে গেছেন। তাই তার বিষয়ে বিস্তারিত কিছু জানি না।’ ওসি আরও বলেন, ‘ওই ভিডিওর বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন।