বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, পরিবেশ দুষণে খেলা কঠিন হলেও বিকল্প ভেন্যু না থাকায় দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামেই খেলতে হচ্ছে।
দিল্লির বায়ু দূষণের প্রভাব পড়েছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচে। সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি, ভেস্তে যেতে পারে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।
একিউআই তথা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকা মানের বাতাসের মান খুবই ভালো। আর ৩০১ থেকে ৫০০ এর মধ্যে একিউআই থাকলে তা চরম ক্ষতিকর।
রোববার ১০টায় দিল্লীতে একিউআই রেকর্ড করা হয় ৬২৫, এবং সকাল ১১ টায় তা বেড়ে গিয়ে দাঁড়ায় ৮৩২ এ। যে কারণে সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত ৩২টা ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় দিল্লী এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ-ভারত ম্যাচ মাঠে গড়ানো নিয়েও শংসয় রয়েছে।