রাজগঞ্জে কৃষক জনতা আয়োজনে ডে-নাইট হাডুডু খেলা অনুষ্ঠিত

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামে গ্রাম-বাংলার মানুষের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার হানুয়ার মাঝের পাড়া কৃষক জনতা আয়োজনে সকাল দশটা থেকে সন্ধা রাত পর্যন্ত চলে। অনুষ্ঠিত এ হাডুডু টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে। প্রতিটি টিম লটারীর মাধ্যমে মাঠে নামে৷

এ খেলায় প্রথম হয়েছেন হানুয়ার ৬নং ওয়ার্ড (মেম্বার দল) টিম৷ দ্বিতীয় হয়েছেন কোমলপুর ৫নং ওয়ার্ড (মেম্বর দল) টিম৷ প্রথম পুস্কার হিসাবে বিজয়ী দল একটি ছাগল ও পরাজিত দলকে একটি নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে৷

উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু৷ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান,মেম্বার আব্দুর রশিদ, হারুন-অর-রশিদ,মিজানুর রহমান,সেলিম মোড়ল,ব্যাবসায়ী শফিকুল ইসলাম শফি,আবুল বাশার,শাহাদুজ্জামান নেদা,আবু কালাম আফিল৷

এ খেলাটির পরিচালনার দায়িত্বে থাকবেন, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা ও মাস্টার আরশাদ আলী ৷ ধারাভাষ্যে ছিলেন ব্যাবসায়ী শফিকুল ইসলাম শফি ও মাছুম বিল্লাহ৷