ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের ছাদ থেকে ফেলা দেওয়া সুহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্চা কেন্দ্র) রাখা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মেডিকেলের সার্জারি বিভাগে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে নেওয়া হয় আইসিইউতে।
ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, রাতে সুহেলের মাথায় একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়।
সুহেল ডাকসু সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ঘনিষ্ট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা।
গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের কক্ষে ঢুকে লাইট বন্ধ করে বাঁশ ও রড দিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এই মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা পরিষদের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন। কয়েক দফা মারধরের শিকার হন আরেক যুগ্ম আহ্বায়ক ফারাবী। পরে আহত ৩০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অন্য সবাই অনেকটা সেরে ওঠলেও সুহেল শঙ্কামুক্ত নয় বলে মঙ্গলবার জানিয়েছিল চিকিৎসকরা। এরপর রাতে তার মাথায় সার্জারি করা হয়।
হামলার ওই ঘটনায় এখনো যারা হাসপাতালে ভর্তি আছেন তারা হলেন- ভিপি নুরুল হক, তুহিন ফারাবী, মেহেদী হাসান, আমিনুর ও নাজমুল ইসলাম।