দক্ষিণে নৌকা চান ৮, উত্তরে ১২

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মেয়র পদে যারা লড়তে চান তারা শুক্রবার দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সবমিলিয়ে দক্ষিণে আটজন এবং উত্তরে ১২ জন নৌকা প্রতীক চেয়েছেন। যাচাই-বাছাই শেষে আগামীকাল শনিবার চূড়ান্ত হতে পারে আওয়ামী লীগের প্রার্থী।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটিতে নৌকার মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান মেয়র সাঈদ খোকন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের নবনির্বাচিত আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লা হিরু, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা মো. নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব অধ্যাপক এম এ রশিদ, আশরাফ হোসেন সিদ্দিকী ও হাজী আবুল হাসনাত।

আর উত্তর সিটিতে নৌকার মনোনয়নপ্রত্যাশীরা হলেন, বর্তমান মেয়র আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শহীদুল্লা ওসমানী, সামাজিক সংগঠন ‘একটি পরিকল্পিত নগরী’র চেয়ারম্যান কুতুবউদ্দিন নান্নু, ভাসানটেক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজর (অব.) মোহাম্মদ ইয়াদ আলী ফকির, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক মোহাম্মদ জামান ভূঁইয়া, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, আলাউদ্দীন মোহাম্মদ, জেরিন সুলতানা কান্তা, আদম তমিজি হক, খায়রুল মজিদ, মিসেস রেহেনা ফরহাদ আইভি ও মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা।

দলীয় সূত্রে জানা গেছে, উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলাম মনোনয়ন পাচ্ছেন এটা প্রায় চূড়ান্ত। আর দক্ষিণে বর্তমান মেয়র সাঈদ খোকন এবং সাংসদ ফজলে নূর তাপস জোরালো আলোচনায় রয়েছেন। যদিও শেষমেশ সাঈদ খোকনই মনোনয়ন পাচ্ছেন এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে আওয়ামী লীগের তুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা কম। দক্ষিণে একক প্রার্থী প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। আর উত্তরে বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ধানের শীষ চেয়েছেন। যদিও তাবিথ আউয়ালের পক্ষে পাল্লা ভারী বলে জানা গেছে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ইভিএমের ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন বলেছে, সব দল ইভিএমের বিরুদ্ধে একমত হলে তারা সিদ্ধান্ত পাল্টাবেন। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের পক্ষেই মত দিচ্ছে।