মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে উত্তর প্রদেশে

ভারতের উত্তর প্রদেশের বেশ কিছু অংশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত কয়েক সপ্তাহ ধরে চলা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান বিক্ষোভ থামাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া দেশটির বড় শহরগুলোতে বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উত্তর প্রদেশ ভারতের সবথেকে বেশি মানুষের রাজ্য। বৃহস্পতিবার রাত থেকে এর রাজধানী লখনৌসহ বেশ কিছু স্থানে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

কয়েকটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নয়া দিল্লির বিভিন্ন অংশে কারফিউ জারি করেছে পুলিশ। এর ফলে একইস্থানে অনেকজন জড়ো হতে পারবে না।

উত্তর প্রদেশে এমন আইন গত এক সপ্তাহ ধরে কার্যকর রয়েছে। চলমান সিএএ বিরোধী আন্দোলনে সবথেকে বেশি উত্তাল ছিলো এ রাজ্যটিই। রাজ্যটির পুলিশ বাহিনী আন্দোলন থামাতে ১৯ আন্দোলনকারীকে হত্যা করেছে এমন অভিযোগ রয়েছে।

গত ১১ ডিসেম্বর থেকে ভারতের বেশ কয়েকটি রাজ্যে চলছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ। এখন পর্যন্ত এতে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২৭ জন। এই আইনকে দেখা হচ্ছে দেশটিতে থাকা মুসলিমদের জন্য বৈষম্যমূলক হিসেবে। প্রায় ১৩০ কোটি মানুষের দেশ ভারতের ১৪ শতাংশ নাগরিক মুসলিম।

তবে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চরম রূপ ধারণ করেছে। বিভিন্ন শহরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে উত্তর প্রদেশে এমন ঘটনা বেশি ঘটেছে। সেখানে মোট জনসংখ্যার ২০ শতাংশই মুসলিম। সামনের দিনগুলো মুম্বাই, কোলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাইতে আরো বিক্ষোভ হতে পারে বলে আশংকা করা হচ্ছে।