১০ বছরে ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার : যশোরে রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, গত ১০ বছরে দুর্নীতিবাজরা বাংলাদেশ থেকে ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশবিরোধী নব্য-রাজাকারদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।

শনিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইউনুচ তালুকদার, সদস্য অনুপ কুমার পিন্টু, যশোর জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামলী শর্মা।

প্রধান অতিথি রাশেদ খান মেনন আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর জিয়াউর রহমান সংবিধানকে ভুলুণ্ঠিত করেছে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করেছেন। আমরা তখনো জনগণের পক্ষে এর বিরোধিতা করেছি।

১৪ দল গঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, জামাত-বিএনপি’র হাত থেকে দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে ১৪ দল গঠন করেছি। এই ১৪ দলের কারণেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের মাটিতে শক্তিশালী হয়েছে। আমরা কথা বলতে পারছি। দেশের মানুষের উন্নতি হচ্ছে। যদি ১৪ দল গঠন করা না হতো আওয়ামী লীগও মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারতো না।