কুয়াদার আলোচিত যুবলীগ ক্যাডার নাজমুল হত্যাচেষ্টা মামলার সকল আসামী খালাস

যশোর সদরের কুয়াদার আলোচিত যুবলীগ ক্যাডার নাজমুল হত্যা চেষ্টা মামলার সকল আসামীকে খালাস দিয়েছেন আদালত। দির্ঘ সময় ধরে পর্যালোচনা করে ১৫মে বৃহষ্পতিবার বিচারকি আদালত যশোর জেলা দায়রা জজ আদালত এ রায় প্রদান করেন।

প্রাপ্ত তথ্য ও মামলার বিবরণে জানা যায়, আওয়ামী দুঃশ্বাসন আমলে গত ২০১৩ সালের ২৭ নভেম্বর কুয়াদার আলোচিত যুবলীগ ক্যাডার সিরাজ সিঙ্গা গ্রামের আবু বক্কর হোসেনের ছেলে তৎকালীন নাজমুল বাহিনীর প্রধান আলোচিত নাজমুলকে কুয়াদা বাজারের মৃত দেলোয়ার হোসেন বুলুর বাড়ির সামনে মুখোশ পরিহিত দূর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে জখম করে।

ওই ঘটনায় নাজমুলের পিতা আবুবক্কর আবু বাদি হয়ে ৪০জন সহ অজ্ঞাতনামা আসামী করে মণিরামপুর থানায় মামলা দায়ের করে।

যার নম্বর-০১, তাং ০৩-১২-১৩ ইং। ধারা- ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ১১৪পেনাল কোড, তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ০৩ ধারা।

এ ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে কুয়াদা প্রেসক্লাবের তৎকালীন সহ সভাপতি ডাঃ গাজী সাঈদ সহ এলাকার বিএনপি ও জামায়াত পরিবারের অনেক নিরীহ লোকজনকে এ মামলায় জড়ানো হয়। একযুগের বেশি সময় ধরে নিখুত তদ›ত ও বিচার বিশ্লেষণ শেষে সকল আসামীকে খালাস দিয়েছেন আদালত।