করোনার অজুহাতে যশোরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম

করোনার অজুহাতে যশোরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। একটি অসাধু সুযোগ সন্ধানী ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে মালামাল কৃতিম সংকট সৃষ্টি করে চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, আটা, ময়দা, হ্যান্ড ওয়াশ, টিস্যু পেপার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অস্বাভাকিভাবে দাম বৃদ্ধি করা হচ্ছে।

করোনা আতঙ্কে সাধারণ মানুষ অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যে কেনার কারনে এর মধ্যে বাজারে কৃত্রিম সংকট দেখা দিয়েছে, ফলে যশোরসহ আশে পাশের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

আতঙ্কগ্রস্থ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র সঙ্কটের আশঙ্কায় জিনিসপত্র কিনছে হুমড়ি খেয়ে। আর এ সুযোগে একটি অসাধু ব্যবসায়ী মহল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মালের দাম বৃদ্ধি করছে। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম।

শুক্রবার যশোরের বড় বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম হু হু করে বেড়েই চলেছে গত ৩-৪ দিনে চিকন চাউলে কেজি প্রতি ৫-৬ টাকা এবং মোটা চালে ৭-৮ টাকা বৃদ্ধি পেয়েছে।
১ দিনের ব্যবধানে ৩৫ টাকার পেয়াজ ৬০টকায় বিক্রয় হচ্ছে, রসুন, আদা, আলু, মরিচ সব কিছুর মূল্য বৃদ্ধি। ৬০ টাকার চিনি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা মহশিন বলেন, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই কিন্তু নিত্য পণ্যে দাম এমন হারে বাড়তে থাকলে আমরা পরিবার নাখেয়ে দিন কাটাতে হবে। প্রশাসন যদি এখন ব্যবস্থা না গ্রহন করেন তা হলে আবার লবণ কাহিতে আমাদের দেখতে হবে।