হোটেল শ্রমিক ইউনিয়নের সমাবেশ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

জীবনের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এক সমাবেশ করেছে।

১২ মে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ৬ সদস্যের একটি পরিবারের জীবনধারণের জন্য মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

তারা ঈদুল আজহা উপলক্ষে এক মাসের সমপরিমাণ উৎসব ভাতা, পরিচয়পত্র, সার্ভিস বুক এবং অতিরিক্ত শ্রমে দ্বিগুণ মজুরি দেওয়ার দাবি জানান। আগামী ২১ মে দড়াটানা চত্বরে এক বৃহৎ শ্রমিক সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।