বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করণা ভাইরাস। বাংলাদেশেও এর উপস্থিতি ইতোমধ্যে পরিলক্ষিত হয়েছে, গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মাঝে জন সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠণ “নাভারণ ব্লাড সার্কেল”।
সংগঠনটির উদ্যোগে শনিবার ৭ নং নাভারণ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকে মাইকিং করা হয়। আর্সেনিক মুক্ত টিউবওয়েল এবং মসজিদে সাবান দেওয়া হয়।
এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সকল মসজিদে করোণার ভয়াবহতা ও প্রতিকারে জনসচেতনতার উপর আলোচনার জন্য ইমাম সাহেবদেরকে অনুরোধ করা হয়।
এ ছাড়া নাভারণ ব্লাড সার্কেলের উদ্যোগে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথের সামনে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচারপত্র সাঁটানো হয়েছে।
উল্লেখ্য, সংগঠণটি স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বিভিন্ন বিপর্যয় ও ঈদের সময় দুস্থ মানুষের পাশে অন্ন ও বস্ত্র নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।