যশোর চৌগাছায় ১০ টাকা কেজি দরের ৫৯ বস্তা চাল জব্দ

যশোরের চৌগাছায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে চৌগাছা-কুঠিপাড়া বাইপাস সড়কের দুটি আলমসাধু থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় দুই আলমসাধু চালককে আটক করা হয়েছে।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে বিক্রি করা এসব চাল কালোবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশে দুটি আলমসাধুতে করে উপজেলার ধুলিয়ানী বাজারে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌগাছা-কুঠিপাড়া বাইবাস সড়কে (পাকিস্তান সড়ক) অবস্থান নিয়ে চালসহ আলমসাধু চালকদের আটক করে।

কাবিলপুর বাজার থেকে চাল নিয়ে আসা আটক আলমসাধু চালক আব্দুস সামাদ জানান, ‘কাবলিপুর গ্রামের ছানার আলীর ছেলে জহুরুল ইসলাম তাকে কিছু চাল চৌগাছা বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে বলেন। আমি ভাড়া ঠিক করে জহুরুলের আড়ৎ থেকে ৩০ কেজির ৩৯ বস্তা চাল নিয়ে চৌগাছার উদ্দেশে রওনা হই। চালের মালিক জহুরুলের মোটরসাইকেল আমার আলমসাধুর পেছনেই ছিল। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। আমি জানতাম না যে, এগুলো সরকারি চাল।’

আটক অপর আলমসাধু চালক নজরুল ইসলাম বলেন, ‘পৌর এলাকার বিশ্বাসপাড়ার চাল ব্যবসায়ী মনু মিয়া আমাকে ভাড়া ঠিক করে ছুটিপুর বাজার থেকে চাল আনতে পাঠায়। আমি ছুটিপুর বাজারে এক ব্যবসায়ীর আড়ৎ থেকে চাল নিয়ে আসছিলাম। পথে নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে আটক করলে চাল ব্যবসায়ী মনুকে ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলি। কিন্তু সে আসেনি, পরে ফোন বন্ধ করে রাখেন।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।