করোনাভাইরাস: ইতালিতে নতুন করে ৭৫৬ জনের মৃত্যু

ইতালিতে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে নতুন করে ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি রোববার এমন খবর দিয়েছে।

এতে দ্বিতীয় দিনের মতো ইউরোপের দেশটিতে মৃত্যুর সংখ্যা কমে গেছে। এ নিয়ে ইতালিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৯ জনে।-খবর রয়টার্স ও এএফপির

প্রাণঘাতী এই বৈশ্বিক মহামারীতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইতালিতে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর এ সংক্রামকে বিশ্বের সর্বমোট মৃত্যুর এক তৃতীয়াংশেরও বেশি ঘটেছে সেখানে।

ইতালিতে একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছিল শুক্রবার, ৯১৯ জন। আর পরের দিন শনিবার মারা গেছেন ৮৮৯ জন।

সেখানে শনিবার সর্বমোট আক্রান্তের সংখ্যা ছিল ৯২ হাজার ৪৭২ জন, পরের দিন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৬৮৯ জনে।

রোববার পর্যন্ত ইউরোপীয় দেশটিতে ১৩ হাজার ৩০ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরে গেছেন। আগের দিন যে সংখ্যাটা ছিল ১২ হাজার ৩৮৪ জন। এখন পর্যন্ত তিন হাজার ৯০৬ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

ইতালিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লম্বার্ডি অঞ্চল। রোববার সেখানে ৪১৬ জন মারা গেছেন।

আর করোনাভাইরাসরোধে মাসব্যাপী লকডাউন আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন ইতালীয় কর্তৃপক্ষ।

মিলান বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফ্যাবরিজিও প্রেগলিয়াসকো বলেন, ভাইরাসের বিস্তারে ধীরগতি আমরা প্রত্যক্ষ করছি। এতে অবস্থার খুব বেশি পরিবর্তন হয়েছে, তা বলা যাবে না। বরং এটি ভালো লক্ষণ।