যশোরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল মায়ের

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মৃত্যু হয়েছে পারভীন (৪৫) নামে এক মায়ের। যশোরের বাঘারপাড়া উপজেলার শেরশাহ সড়কের পুকুরিয়া নামক স্থানে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পারভীন যশোরের ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

নিহতের চাচা গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে পারভীন তার ছেলে ওহেদুজ্জামান বিজলীর মোটরসাইকেল যোগে বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের পিতার বাড়িতে আসছিল। পথিমধ্যে শেরশাহ সড়কের পুকুরিয়া এলাকায় পৌছুলে সে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জিক্যাল বিভাগের ডাক্তার মাহমুদ হাসান পান্নু সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ পারভীনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।