চীনের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী মঈন উদ্দীন (২২) বাড়িতে চলছে শোকের মাতম। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মঈন উদ্দিন যশোরের চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে। সে ইনান ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের পিতা আব্দুল মালেক জানান, মঈনের বন্ধুরা মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় তাকে জানান, মঙ্গলবার দুপুরে ইউনির্ভাসিটি থেকে নিজস্ব মোটরসাইকেলে ছাত্রাবাসে ফিরছিল। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হলে তাকে সহপাঠীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ মর্গে রাখা হয়েছে।
মঈনের লাশ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
- আরো পড়ুন