যশোরের সুনামধণ্য মোবাইল ফোন পাইকারী বিক্রয়কারী প্রতিষ্ঠান নিউ তনা টেলিকমের পক্ষ থেকে যশোরের ঘরবন্দি অসহায়, হতদরিদ্র দিনমজুরদের মাঝে দ্বিতীয় দিনের মত চাল বিতরণ কর্মসূচি পালন করেছেন।
বুধবার রাতেও তারা ১শ’ ৫০ পরিবারের মাঝে চাল তুলে দেন। এ নিয়ে প্রতিষ্ঠানটির মালিক নিজ উদ্যোগে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২শ’৫০ হতদরিদ্র পরিবারের হাতে চাল তুলেদেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী কামাল হোসেন বলেন, তিনি গরিবের হাতে চাল তুলে দিতে যেয়ে এটুকু উপলব্ধি করেছেন অসহায়দের কাছে ভয়াভয় করোনার থেকে বেশি ভয়াভয় তাদের ঘরে চাল নেই। পকেটও শুন্য। এখন ধারদেনার উপর চলছে তাদের সংসার। জীবিকার তাগিদে এরপর তাদের আর ঘরে থাকাটা অসম্ভব হয়ে পড়বে। তারা বাইরে বের হওয়াটা শুধু তাদেরই নয় এলাকার সবারজন্যই বিপদ জনক। ফলে নিজে থেকেই নিজ এলাকার ওইসব মানুষের জন্য সাধ্য মত চাল তুলে দিচ্ছেন।
তিনি আরো বলেন, মানুষের টাকা রেখে কি হবে যদি জীবনই না থাকে। যে এলাকায় রোগী সনাক্ত হবে পুরো এলাকায় ঝুকিরমধ্যে পরবে। ফলে, তিনি বিত্তবানদের নিজ এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান কামাল।
খাদ্য সামগ্রী বিতরণকালে ফতেপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহর আলী মোল্লা, মাহফুজ, পলাশ, নজরুল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।