যশোরে জামাল হোসেন (২৫) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। সদর উপজেলার লেবুতলা আজমতপুর গ্রামে এঘটনা ঘটে । তিনি একই গ্রামের নোয়াব আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানাযায়, আজ সোমবার সকাল ৯ টার দিকে তিনি বাড়ির উঠানে বিচালি গাদা দিচ্ছিলেন। এ সময় টেবিল ফ্যানের তারে জড়িয়ে বিদুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইন গত প্রক্রিয়াশেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।