যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাঈম হোসেন (২৪) নামে এক কলেজ ছাত্র জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি ওই গ্রামের মোনতাজ আলীর ছেলে ও ছাতিয়ান তলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত নাঈম জানান, প্রতিদিন নাঈমদের সবজি ক্ষেত প্রতিবেশি ইউনুস মোল্ল্যার নামে এক ব্যক্তির ছাগল নষ্ট করে। শনিবার বিকালে ইউনুস মোল্ল্যার ছাগল তার ক্ষেতের ফসল খায়। এ ঘটনায় তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। এক পর্যায় রাত ৯টায় ইউনুস মোল্ল্যার নেতৃত্বে রিপন হোসেন, সামুন হোসেন, গণি মিয়া, শাকিলসহ সাত-আট জন তাদের বাড়িতে হামলা করে ও ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানান, নাঈম হোসেন পেটে একটি ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।