চৌগাছায় ছাত্রলীগের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ। বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কমাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছে অসহায়, দুস্থ, খেটে খাওয়া দিনমজুর ও নিন্ম বিত্তের মানুষ।

এ কারণে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য রেজওয়ান হাবিব আলিফের নেতৃত্বে পৌরসভার প্রতিটা ওয়ার্ডে রাতের আধারে উপহার সামগ্রী (খাদ্য) পৌছে দিচ্ছেন উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

ব্যক্তিগত উদ্যোগে গত ৭ এপ্রিল থেকে পৌরসভার নয়টি ওয়ার্ডে অসহায়, দুস্থ, খেটে খাওয়া দিনমজুর ও নিন্ম বিত্তের মানুষের মাঝে উপহার সামগ্রী (খাদ্য) বিতরণ করছেন তারা।

গত শনিবার রাত নয়টার দিকে ৪ নম্বর ওয়ার্ডে ইছাপুর পর্ব ও পশ্চিম পাড়া এবং আদিবাসী পাড়াসহ বেশকিছু এলাকায় প্রায় ২০০ অসহায়, দুস্থ ও নিন্ম বিত্ত পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো- দুই কেজি চাউল, এক কেজি আটা, এক কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, এক কেজি বেগুন ও এক কেজি মিষ্টি কুমড়া।

জানতে চাইলে ছাত্রলীগের পৌর শাখার নেতা সৌরভ রহমান বিপুল বলেন, গত ৭ তারিখ থেকে আমরা ব্যাক্তিগত উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করছি। পৌরসভার ৯ ওয়ার্ডের সাতটিতে এ পর্যন্ত প্রায় ৭০০ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ওয়ার্ডগুলো শেষ করার পর সদর ইউনিয়নে দেওয়া হবে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে সমাজের অসহায়, দরিদ্র, দুস্থ ও নিন্ম বিত্তের মানুষ কাজ করতে পারছে না। এময় তাদের বেশ কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাই ছাত্রলীগ মনে করে, এ সংকটকালীন সময়ে দায়িত্বের জায়গা থেকে এসব মানুষের পাশে দাড়ানো প্রয়োজন। তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় ও যতটুকু সামথ্য আছে তা দিয়েই সমাজের এসব অসহায়, দরিদ্র ও দিনমজুর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

উপহার সামগ্রী বিতরণকলে উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক হাসেম আলী, হাসান রেজা, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, পৌর ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান জিসাদ, এস এম জীম, এস এম ইমরান, সাজু, শামীম রেজা, আক্তারুল ইসলাম, তানজিদ হাসান স্বপ্ন, ইমন হোসেন, নিরব হাসান আকরাম, তুষার, আজমীর হোসেন ও ওয়ার্ডে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।