যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরে নলকূপের পানির গর্তে পড়ে আতিকুর রহমান আদি নামে ৩ বছরের এক শিশু মারা গেছে। সে যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের আকতারুজ্জামানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মঈনুর রহমান নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, আদি মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। এসময় উঠানের পাশে টিউবওয়েলের পানির গর্তে পড়ে যায়। কিছু সময় পর তার পরিবারের লোকজন তুলে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক সামস শিশুটিকে মৃত্যু ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক( এসআই ) জাকির হোসেন টিউবওয়েলের পানির গর্তে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু হয়েছে।