বেনাপোলে অস্ত্র ও গুলিসহ আটক-২

যশোরের বেনাপোলে একাধিক মাদক মামলার আসামি স্বর্ণ ছিনতাইকারী সুজন ও তার সহযোগি আল-আমিনকে একটি ৭.৬৫ এম এম পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় তাদের আটক করে।

আটককৃত সুজন বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের কাদের ড্রাইভারের ছেলে এবং আলামিন একই থানার গাজিপুর গ্রামের ঠান্ডুর ছেলে।

স্থানীয়রা জানায় সুজন এলাকায় একজন অস্ত্র ধারী সন্ত্রাসী। সে এলাকায় বিষাক্ত সুজন হিসাবে পরিচিত। সে এলাকায় স্বর্ন ডলারসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগে তাকে হেরোইনসহ বেনাপোল পোর্ট থানা চালান দিয়েছিল। জেল থেকে বের হয়ে এসে সে আবারও একই ধরনের কাজ করে যাচ্ছে। সে বেনাপোল পাটবাড়ি এলাকায় কিছুদিন আগে ৩৬ পিস স্বর্ণ ছিনতাই করেছিল বলে এলাকায় অভিযোগ রয়েছে।

সুজনের বোন সীমা খাতুন বলেন, তার ভাই কোন অস্ত্র ব্যবসার সাথে বা ছিনতাইয়ের সাথে জড়িত নয়। তাকে শত্রুতা মুলক এসব কর্মকান্ডে জড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে আল-আমিন নামে একজন একটি অস্ত্র কবর খানায় পড়ে পেয়ে নাড়াচাড়া করায় সেই অস্ত্র থেকে কিছুদিন আগে গুলি বের হয়। এবং ওই অস্ত্রটি সুজন নিয়ে পালিয়ে যায়। যা পোর্ট থানার কাছে আমি নিজেই জমা দিয়েছি। এরপর থানা পুলিশ আমার ভাইকে নেশাগ্রস্থ অবস্থায় গতকাল (মঙ্গলবার) রাতে রেসিডেন্সিয়াল স্কুলের ভিতর থেকে আটক করে।
সীমা খাতুন আরো বলেন, আমাদের জায়গা জমি নিয়ে এলাকায় একটু গলোযোগ থাকায় সুজনকে ফাসানোর জন্য একটি চক্র এক কাজ করিয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান অস্ত্রসহ সুজন ও তার সহযোগিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।