যশোরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ইয়াবা বেচাকেনার অভিযোগে বিল্লাল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মালতি স্কুলের সামনে বর্তমানে যশোর উপশহর বি ব্লক বাসা নং ১৬৪ এর ঠান্ডুর বাড়ির ভাড়াটিয়া ও আশরাফ হোসেনের ছেলে।

উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে উপশহর ক্লাবের পিছন থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। বিল্লাল হোসেনকে।