মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বুধবার সকালে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফেরী ও ট্রলারে করে হাজারো যাত্রী পদ্মা পাড়ি দিয়ে আসতে শুরু করেছেন শিমুলিয়া ঘাটে। আর ট্রলারযোগে আসা যাত্রীদের নামানো হচ্ছে শিমুলিয়ার পদ্মার চরে।
বুধবার সকাল ১০টার দিকে রো-রো ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিংয়ে চড়ে বেশকিছু গার্মেন্টসকর্মী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান। এরপর শিমুলিয়াঘাট থেকে তারা সিএনজি,অটোরিকশা কিংবা রিকশায় চড়ে আবার কেউ হেঁটেই ঢাকার উদ্দেশ্য রওনা দেন।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকালে রো-রো ফেরী শাহ পরান ও ডাম্প ফেরী রামশিং কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটে এসে নোঙ্গর করে। ফেরী দু’টিতে বেশকিছু যাত্রী ছিল। আর এদের অধিকাংশই ঢাকামুখী গার্মেন্টস কর্মী।
- আরো পড়ুন
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, অনেকক্ষণ পর পর ফেরী আসছে। যানবাহন তেমন নেই। তবে বহু যাত্রী ছুটে আসছেন। তাদের বেশীর ভাগই গার্মেন্টস কর্মী। তবে ফেরীর চেয়ে ট্রলারে করে বেশী শ্রমিক ছুটে আসছেন। শ্রমিক বোঝাই করে ট্রলারগুলো ঘাটের বাইরে পদ্মার চরে নোঙর করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আরও অনেক গার্মেন্টস কর্মী ঢাকার উদ্দেশ্যে পদ্মা পারি দিচ্ছেন।