বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বেনাপোল শাখার নেতা কর্মীরা করোনা ভাইরাসের কারনে যারা মাঠে কাজ করছে এরকম পেশার মানুষের নিরাপত্তার কথা ভেবে পিপিই বিতারণ করেছেন।
গত এক সপ্তাহ যাবৎ তারা এ পিপিই বিতরণ করছেন সাংবাদিক, পুলিশ, আনছার, কাস্টমস, ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে।
পিপি বিতারণের সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাসুদুর রহমান সুমন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি প্রমুখ।
সংগঠনের সভাপতি জুলফিকার আলী মন্টু বলেন, আমরা আজ এক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি। আমাদেরই ভাই এদেশের সন্তান পুলিশ, সাংবাদিক, কাস্টমস, ফায়ার সার্ভিস, আনছাররা মাঠে ময়দানে করোনা প্রতিরোধে কাজ করছে। আমরা তাদের নিরাপত্তার ও সুরক্ষার জন্য আমাদের তরফ থেকে আমাদের নিজ অর্থায়নে এ পিপিই বিতরণ করলাম।