যশোরে সচেতন সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ৫০০ অসহায় ও কমহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সার্কিটহাউজ পাড়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন আব্দুর রাজ্জাক কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এম এম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর আব্দুল কাদের, মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: গোলাম ফারুক, যশোর মেডিকেল হাসপাতালের সহযোগি অধ্যাপক ডা: জহিরুল ইসলাম, কোটচাদপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক শফিকুল ইসলাম, আয়োজক সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান মিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাহমুদ প্রমুখ।
মাহামুদুল হাসান মিলু জানান, বিশ্বব্যাপি করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির বিস্তার রোধ করতে সবাইকে হোম কোরেন্টাইনে থাকতে হচ্ছে। তাই এই দুর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠির মাঝে তারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন। শহরের ৯টি ওয়ার্ডে ৫০০ প্যাকেট বিতরণ করেছেন। পরবর্তীতে তাদের সাধ্য অনুযায়ী আরো বিতরণ করা হবে।
প্রতি পরিবারে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু ও ৫০০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম লবন, একটি সাবান ও তেল দেওয়া হয়।
খাদ্য সহায়তা পেয়ে খুশি এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ্য মানুষ। তারা সংস্থার সাফল্য কামনা করেন। সেই সাথে পরিচালকের প্রশাংসা করেন।