যশোরে বন্দুকযুদ্ধে বাবু নিহতের ঘটনায় তিন মামলা

যশোর সদর উপজেলার সাড়াপোলগামী সড়কের কালাবাঘা নামক স্থানে বন্দুকযুদ্ধে মন্ডলগাতি কৃষ্ণবাটি গ্রামের বাবু (৪০) নামে এক মাদক বিক্রেতা নিহতের ঘটনায় কোতয়ালি থানায় আলাদা ৩টি মামলা হয়েছে। একটি হত্যার অভিযোগ, অপরটি মাদক আইনে এবং অন্যটি অস্ত্র আইনে।

মামলা তিনটির বাদি চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শাহিদুল ইসলাম।

ওই মামলায় শাহিদুল ইসলাম উল্লেখ করেছেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জানতে পারেন, যশোরের চাঁচড়া বাজার থেকে সাড়াপোলগামী রোডের কালাবাঘা মোড় থেকে পূর্বদিকে বকুলনগর গ্রামের দিকে যাইতে রাস্তার কালভার্টের কাছে একদল মাদক বিক্রেতা মাদক কেনাবেচা করছে। সংবাদ পেয়ে ফোর্স নিয়ে সেখানে গেলে পুলিশি উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। সে সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১০ রাউন্ড গুলি ছুড়লে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। তবে একজনকে গুলিবিদ্ধ অবস্থা পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে ওই রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ জানতে পারে ওই যুবকের নাম বাবু (৪০)। তিনি মন্ডলগাতী কৃষ্ণবাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ৪টি হত্যাসহ ১৩টি মামলার আসামি।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান, ৪৫ পিস ফেনসিডিল ও ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারকরা হয়েছে।